Wednesday, November 20, 2019

* Visit to get all Kinds of Information About Bangladesh's Airports, Landmarks and Waterways to Different Districts.

যদি কেউ বাংলাদেশের কোথাও যেতে চানকিন্তু আপনার পরিবহন সম্পর্কে ধারনা কম, তাহলে আমাদের সেবা গ্রহন করুন। আমরা আপনার গন্তব্যের সঠিক নির্দেশানা দিয়া দিবো

                      

 সড়ক পথে যাতায়াতের জন্য আমাদের বিভিন্ন বিখ্যাত
সড়ক পরিবহনের বাস সার্ভিস যেমন- বাংলাদেশের জাতীয়
কিছু পরিবহন আছে যা দেশের প্রায় সব জেলায় সার্ভিস দিয়ে থাকে।
এছাড়াও আরো আছে নরমাল অনেক পরিবহন যার সেবা নিয়ে
আপনি দেশের বিভিন্ন জেলায় অনায়াসে যাতায়াত করতে পারেন


                                                     বাংলাদেশ রেলওয়ে সার্ভিস
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে রেল পরিবহনেরও সুবিধা আছে।
ঢাকার কমলাপুর, এয়ারপোর্ট, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট এমনকি
নারায়ণগঞ্জ থেকেও দেশের বিভিন্ন জেলায় দিনের নির্দিষ্ট সময়ে ছেড়ে যায় অনেক ট্রেন।

এই ট্রেনের মধ্যে আছে-নরমাল, শোভন
এ/সি সহ পারসোনাল কেবিন ও আছে আমাদের ট্রেন সার্ভিসে



আপনি ইচ্ছে করলে নৌপথেও যাতায়াত করতে পারেন অবাধে যাতায়াত করতে পারেন অবাদে
যেমন- ঢাকার সদরঘাট বাংলাদেশর একটি উন্নত মানের আন্তজিলা নৌপথ। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যায় শতশত যাত্রীবাহী জাহাজ। যাতে নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ বিত্তরাও যাতায়াত করতে পারেন অবাধে।
এখানে নরমাল ছাড়া কেবিন, এসি কেবিন এবং ভিআইপি  কেবিনও আছে আমাদের দেশের জাহাজে।
এছাড়াও নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকেও দেশের বিভিন্ন জেলায় আপনি যেতে পারেন সেকোন সময়

No comments:

Post a Comment

* Where to travel to Bangladesh - The whole Bangladesh on the map

আমার সোনার বাংলা বাংলাদেশে অপার সৌন্দর্য্য গ্রামের অপরূপ সৌন্দর্য্য